
আল্লাহর একটি বিধান পরিবর্তন করা পুরো শরীয়াহ পরিবর্তন করার মতো
আল্লাহর একটি বিধান পরিবর্তন করা, পুরো শরীয়াহ পরিবর্তন করার মতো। শাইখ সুলাইমান আল আলওয়ান – হাফিযাহুল্লহ। আল্লাহর আইন পরিবর্তন করা মূলত আল্লাহর শারীয়াহ পরিবর্তনের-ই প্রতিরূপ। তাই যে আল্লাহর আইন পরিবর্তন করে এবং তা বাস্তবায়ন করে তবে এটা শারিয়াহর পরিবর্তনের অনুরুপ। এবং আল্লাহর আইন প্রতিস্থাপন (তাবদীল) করাটা, আল্লহর বিধানের অবাধ্যতা বা অমান্য করার মতো নয় অপরাধ নয়। যে কেউ আল্লাহর একটি বিধান পরিবর্তন করবে, তবে তা হবে পুরো শরীয়াহ পরিবর্তন করার মতোই। আল্লাহ ﷻ বলেনঃ “তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।” [সূরাঃ আল-বাকারাহ – আয়াতঃ ৮৫] আল্লাহ ﷻ আরও বলেনঃ “নিশ্চয় কোন মাসকে পিছিয়ে দেয়া কুফরী বৃদ্ধি করে, এর দ্বারা কাফিররা পথভ্রষ্ট হয়, তারা এটি এক বছর হালাল করে এবং আরেক বছর…








