উদ্দেশ্য ও কর্মপন্থা

ইসলাম আল্লাহ তা’আলার মনোনীত একমাত্র জীবনব্যবস্থা। ইসলাম মানে আল্লাহ তা’আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ ও নিষেধের সামনে নিরঙ্কুশভাবে আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণই জান্নাতের যাওয়ার একমাত্র রাস্তা। কুরআনে বিবৃত ‘সীরাতুল মুসতাকীম’ হলো কুরআন-সুন্নাহ এবং সালাফদের অনুসৃত পথ ও পন্থা, যে পথে বিগত হয়েছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককার বান্দারা। যারা কুরআন-সুন্নাহ ও সালাফদের অনুসরণ করে, তাদের এক কথায় বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ।

আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহর স্বীকৃত মূলনীতি সামনে রেখে সালাফদের অনুসরণ ও অনুকরণে বিশুদ্ধ আকীদাহ ও নববী মানহাজের প্রচার-প্রসার করার নিমিত্তেই ইখওয়াহর পথচলা। কুরআন-সুন্নাহর নুসূস (মূল পাঠ) বোঝার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহর প্রথম ও শ্রেষ্ঠ তিন যুগের উম্মাহ তথা সাহাবায়ে কিরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের বুঝ ও কর্মপন্থা মেনে বিশুদ্ধ তাওহীদের চর্চা করা। দ্বীনের দাওয়াত ও তা’লীমকে উম্মাহর মাঝে ব্যাপক করা। মুসলিম উম্মাহর জাগরণ ও চরিত্র গঠন এবং নববী মানহাজে দ্বীন কায়েমে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। যেকোনো ঘরানা কেন্দ্রিক এজেন্ডা বাস্তবায়ন আমাদের উদ্দেশ্য না। আমরা কোনও ঘরানার না, আমরা পুরো উম্মাহর। বিশুদ্ধ আকীদাহ ও মিল্লাতে ইবরাহীমের চেতনা সামনে রেখে আমরা সবাই এক ও অভিন্ন জামা’আহ।